আজকের শিরোনাম :

ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫

সারা দেশের ন্যায় ডিমলা উপজেলায়ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালিত হয়। উক্ত দিবসে “মাসনম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এবারে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার এর  সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম। উপজেলা প্রোগ্রাম অফিসার মোছা: কবিতা আক্তার। উক্ত সভাটি সঞ্চালনা করেন- উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী।

এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র অফিসার মহিবুর রহমান লোহানী, জাইকা প্রকল্পের প্রতিনিধি বিভা রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার সহকারী উপ-প্রকৌশলী- ফেরদৌস আলম, সহকারী শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুজ্জামান প্রমুখ।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েল, লায়লা আরজুমান বানু, ইসমত সুলতানা নূজহাৎ নুয়েরা ইসলাম।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, দেশের কোন শিশু যেন শিক্ষার আলো থেকে পিছিয়ে না পরে সেদিকে খেয়াল রেখে শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে শিক্ষাখাদে ব্যাপক বিনিয়োগ করছেন। তাই প্রতিটি শিশুর সাক্ষরতা অর্জনের পাশাপাশি দক্ষ হয়ে সুন্দর জীবন গড়ে তোলার ক্ষেত্রে শিশুদের প্রতি আরো বেশি করে যত্নশীল হতে হবে।

এবিএন/বাদশা সেকেন্দার (ভুট্টু)/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ