আজকের শিরোনাম :

মধুখালীর মধুমতি নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২১, ১৭:১২

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী মোঃ  ইউনুচ  আলী মৃধা এবং  মোঃ মতিয়ার রহমান এর বাড়ীর  সামনে  মধুমতি নদীর প্রবল ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং  কাজের  উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন এসইও  শশাংক কুমার বিশ^াস, ঢাকা টাস্কফোর্স বোর্ডের গাজী মাহমুদুল হাসান, বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী মোঃ মামুন-অর-রশিদ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর  রহমান বিশ্বাস (বাবু), মোঃ মনির হোসেন, মেসার্স রহমান ইঞ্জিনিয়ার এর প্রতিনিধি মোঃ সাহিদুর রহমান (মানিক), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান (মন্নু)  ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস জানান, প্রতি বছরই মধুমতি নদী ভেঙ্গে অনেক মানুষ ঘরবাড়ি হারায়। সরকারিভাবে ডাম্পিং কাজ শুরু হওয়ায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ককে ধন্যবাদ জানাই। একই সাথে মেগা প্রজেক্ট বাস্তয়নের দাবি করেন।

বোয়ালমারী ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের  এসইও শশাংক কুমার বিশ^াস  জানান, মধুমতি নদী ভাঙ্গন প্রবল দুটি এলাকায় ভাঙ্গন রোধে ৩৭০মিটার নদীভাঙ্গন রোধের কাজ হবে এবং ৭৩ হাজার জিওব্যাগ ডাম্পিং  করা হবে।  প্রকল্পে  ব্যয় হবে ২কোটি ৬৯ লক্ষ ৭২ হাজার টাকা ।

এবিএন/কে এম রুবেল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ