আজকের শিরোনাম :

ধর্মপাশায় এমপি রতনকে গণসংবর্ধনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪

সুনামগঞ্জের ধর্মপাশা ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধর্মপাশা ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণেই এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়, অধ্যক্ষ মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হোসেন রোকন, প্রভাষক আফরুজা মাহবুবা খান, মধ্যনগর থানা আওয়ামী লীগের আহবায়ক গিয়াস উদ্দিন নুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মোঃ নুর হোসেন, কেন্দ্রীয় উলামালীগের সদস্য মাওলানা হাফেজ মোঃ মোবারক হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমগ্র বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডলে হিসেবে পরিচিত, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলে সোনার বাংলা গড়ার জন্য, সেই স্বপ্ন পূরণ করলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

এবিএন/মোঃ ইমাম হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ