সিরাজগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেফতার

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবদলের নেতাসহ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্প্রতিবার রাতে পৌর এলাকার ঝিকিরা মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও চর কালিগঞ্জ গ্রামের বাসিন্দা জুয়েল হোসেন (৪০) এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম।
উল্লাপাড়া থানার ওসি কওশিক আহমেদ জানান, গ্রেফতারকৃত ২ নেতার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও চর কালিগঞ্জ গ্রামের বাসিন্দা জুয়েল হোসেন (৪০) এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম।
উল্লাপাড়া থানার ওসি কওশিক আহমেদ জানান, গ্রেফতারকৃত ২ নেতার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ