আজকের শিরোনাম :

বোদায় জমি সংক্রান্ত জেরে ভাইকে হত্যার অভিযোগ, থানায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ২০:২১

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত জেরে সৎ বড় ভাইয়ের হাতে খোরশেদুর রহমান চৌধুরী বাবলা (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে হত্যার অভিযোগ তুলে এই মামলাটি দায়ের করেন নিহত খোরশেদুর রহমান চৌধুরী বাবলার ছোট ছেলে জিএম লাতু চৌধুরী। এদিকে একই দিন সকালে ছেলের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বোদা থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করে। নিহত খোরশেদুর রহমান চৌধুরী বাবলা বোদা উপজেলার ভাসাইনগর এলাকার গোলাম রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ এপ্রিল) খোরশেদুর রহমান চৌধুরী বাবলার নিজ বাসার সামনে দুপুরে সৎ ভাই বোদা পৌর সভার ওর্য়াড কাউন্সিলর সফিকুল ইসলাম কেব্লা ও রফিকুল রহমানের পরিবারের সদস্যদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম দফা ঝগড়া হয়। পরে বিকেলের দিকে কাউন্সিলর সফিকুল ইসলাম কেব্লা বাসায় এসে ঘটনা শুনে পরে তাকে (নিহত) বাসা থেকে ডেকে ঝগড়ার কারন জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে নিহত খোরশেদুর রহমান চৌধুরী বাবলার শারিরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাকে মৃত ঘোষণা করেন। এসময় নিহত বাবলার ছোট ছেলে লাতু চেীধুরী হাসপাতাল চত্বরে বাবাকে হত্যা করেছে বলে কান্নায় ভেঙ্গে পড়ে। বাবাকে বাঁচাতে পারলাম না বলে বিচার দাবী করতে থাকে। এ ঘটনায় পরিবারের লোকজন ও জনপ্রতিনিধিরা তাকে নিভৃত করার চেষ্টা করে ব্যর্থ হলে বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ছেলে লাতু চৌধুরী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আসামী করে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং-১৬০৫ (৩/১) তারিখঃ২২-০৪-২০২১ইং।

আসামীরা হলেন, বোদা পৌরসভার ১. মৃত গোলাম রহমানের ছেলে রফিকুল রহমান (৭২), ২. রফিকুল রহমানের ছেলে তানভীর রহমান (৪৮), ৩. মৃত গোলাম রহমানের ছেলে শফিকুর রহমান কেব্লা (৫৬), ৪. রফিকুল রহমানের ছেলে রাজিব রহমান (৪০), ৫. রফিকুল রহমানের ছেলে রাজু (৩৮), ৬. রফিকুল রহমানের ছেলে সাজু (৩৮), ৭. ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গী চাকদহ লাহিরী গ্রামের লুৎফর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার (৪৮), ৮. তানভীরের স্ত্রী ফৌজিয়া (৪২), ৯. ভাসাইনগর গ্রামের রাজিব রহমান স্ত্রী লোমা (৩৩)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চালমান রয়েছে।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ