আজকের শিরোনাম :

জামালপুরে অবৈধভাবে বালি উত্তোলনে অর্ধ লাখ টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৯:৫৯

জামালপুরে অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন। ২২ এপ্রিল জেলার মেলান্দহ ও ইসলামপুর উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে।

মেলান্দহের ঘোষেরপাড়া নদী থেকে বালু উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনটি ড্রেজার মেশিন পুড়ে দেন। এ ছাড়াও অপর একটি ড্রেজার মেশিন মালিককে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে।

অপরদিকে একই দিন ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদে অভিযান চালিয়ে আরো একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম নিজেই এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ