আজকের শিরোনাম :

ঘাটাইলে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৫:৪২

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে উঠা কয়লা কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও ৫টি চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নজুনবাগ এলাকায় অবস্থিত ওই সব কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, উপজেলার দিগড় ইউনিয়নের নজুনবাগ এলাকায় বাবলু সাহা ও লিটন মিয়া নামে দুই ব্যাক্তি কয়লা কারখানা স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি জানার পর আজ বৃহস্প্রতিবার সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিয়ান চালানো হয়। অভিযানের সময় কাঠ দিয়ে কয়লা তৈরির ৫টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। কারখানার মালিক বাবলু সাহা ও লিটন  মিয়াকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।
 

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ