আজকের শিরোনাম :

ফরিদপুরে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:৪১

ফরিদপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন।

সোনার বাংলা ফাউন্ডেশনের নিয়মিত সামাজিক কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ডা. স্বপন কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জায়নুল আবেদীন, সোনার ব্যাংলা ফাউন্ডেশনের ফরিদপুরের ম্যানেজার রিয়াজ হাওলাদার, খন্দকার রেজাউল হায়াত সুমন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৫ কেজি, তেল ২ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, লবন ১ কেজি ও পেঁয়াজ ১ কেজি।

ফরিদপুরসহ দেশের ১৭টি জেলায় সোনার বাংলা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম চলছে বলে জানালেন সোনার ব্যাংলা ফাউন্ডেশনের ফরিদপুরের ম্যানেজার রিয়াজ হাওলাদার।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ