আজকের শিরোনাম :

পার্বতীপুরে বিদ্যুৎ সপ্তাহ উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ অনির্বাণ আগামী’ এ স্লোগানকে সামনে রেখেই বিদ্যুৎ জ্বালানী সপ্তাহ সারাদেশের ন্যায় পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপন করে।

 আজ বৃহস্পতিবার সকালে পায়রা উড়িয়ে দিনটির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক প্রকৌশলী মো. মোস্তাকিম, উপসহকারী প্রকৌশলী উজ্জল হোসেন সহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারী ও স্থানীয় জনসাধারন অংশ নেন।

 আলোচনা সভা শেষে পার্বতীপুর নতুন বাজারে বিভিন্ন সড়কে র‌্যালি করে। এ দিকে পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতয় ১৫ হাজার গ্রাহক প্রতিমাসে ১ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব হয়।

স্থানীয় সাধারন গ্রাহকের কাছে বাকী নেই বললেই চলে। তবে পৌরসভায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা খেলাপি। কেন্দ্রটিতে ৬ মেগাওয়াট প্রতিদিন প্রয়োজন, কিন্তু পাচ্ছে ৪ মেগাওয়াট। লোড সেডিং হলে দুই থেকে আড়াই মেগাওয়াট বিদ্যুৎ পায় প্রতিষ্ঠানটি।  


এবিএন/এম.এ জলিল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ