আজকের শিরোনাম :

আদিবাসীদের কোটা পুনর্বহালের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬

‘আদিবাসীদের কোটা পুনর্বহাল, কোটা বৃদ্ধি, চাকুরির আবেদনের বয়সসীমা ৩৫বছর করা সহ চার দফা দাবীতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘের উদ্যোগে শহরের জিরো পয়েন্ট এলাকায় সকাল ১০টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে জেলার আদবিাসী শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকরা অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা অধ্যাপক সুদর্শন সরকার, আদিবাসী সংঘের কেন্দ্রীয় সভাপতি কার্তিক চন্দ্র সিংহ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বুদু মুন্ডা, জেলা আদিবাসী ছাত্র সংঘের আহ্বায়ক দীপালী পাহান, সদস্য সচিব উত্তম উড়াও প্রমুখ।

পরে তারা একই দাবীতে জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।


এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ