আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ২২:৪৫

শ্রীমঙ্গল উপজেলায় আউশ উৎপাদনের জন্য প্রণোদনা হিসেবে উন্নতমানের বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।  

শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উদ্যোগে আজ দুুুুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের এই বীজ ও সার বিতরণ করা হয়।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

 বীজ-সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।

 বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. নেছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সিপন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার পাল ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা প্রমুখ।

প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের মোট ১ হাজার ৭০০ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামুল্যে পাবেন।
 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ