আজকের শিরোনাম :

দেবহাটায় লকডাউন বাস্তবায়নে ওসির নেতৃত্বে পুলিশের তৎপরতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৬:৪৭

বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে পুলিশ চেকপোষ্ট বসানোর পাশাপাশি সার্বক্ষণিক থানা এলাকা মনিটরিং করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা।

বিশ্বব্যাপী করোনা মহামারী ২য় ধাপে অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৭দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা।

আজ রবিবার সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে¡ থানা পুলিশের সদস্যরা থানা এলাকার ঈদগাহ বাজার, সখিপুর, পারুলিয়া, গাজীরহাট ও কুলিয়াসহ প্রধান প্রধান সড়ক উপজেলার বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসান।

এ সময় সাধারণ মানুষকে করোনার ভয়াাবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং ও পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।

এ সময় তিনি জরুরী কাজে নিয়োজিত পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন এবং সরকারের নির্দেশনা মানার অনুরোধ জানান।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসেবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে সাধারন মানুষকে বিনো প্রয়োজনে বাইরে না আসতে ও এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

এ সময় ওসির সাথে এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এএসআই সুজিত বিশ^াসমহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/আর.কে.বাপ্পা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ