আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১১:০৯

স্বাস্হ্যবিধি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আজ রাতে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  

গতকাল রাত ৯টা থেকে রাত ১১ টা  পর্যন্ত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে এবং সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম ৫ মামলায় ৪ হাজার  ৪০০ টাকা জরিমানা করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, মাস্ক না পরার দায়ে এবং সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ লকডাউন অমান্য করায় সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি, মাস্ক পরিধান ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ