আজকের শিরোনাম :

লকডাউনের দ্বিতীয় দিনে গাইবান্ধায় ৯টি মামলা ও জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১৭:১৭

গাইবান্ধায় লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য বিধি না মানা ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন-এর নেতৃত্বে করোনা সংক্রমণ ও বিস্তাররোধ কল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় সদর উপজেলার পুরাতন বাজার, শাপলা মিল, তুলশীঘাট, পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট, ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপাকুর এলাকায় যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন জাগরণকে বলেন, জনসচেতনতা সৃষ্টি করতেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ