আজকের শিরোনাম :

ডিমলায় তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৬:২৯

নীলফামারীর ডিমলা তিস্তার চরে এবার ভুট্টার বাম্পার ফলন হওয়ায় প্রতিটি কৃষকের মুখে-মুখে হাসি ফুটেছে। কিন্তুু দেশে কোভিট-১৯ পাদুর্ভাবের কারনে কৃষকরা এখন দিশেহারা। সংবাদকর্মীকে টাপুর চরের আজিবর ও দৌলত, ভাসানী চরের নুরু, জহর আলী, ফকতের চরে-শাজাহান, আঃ রউফ, কিসামত চরে রবিউল , মজিবর কৃষকগণ বলেন যে, ভুট্টা পেকে শন-শন হয়েছে কিন্তুু ভুট্টা তুলে ঘরে আনার মত কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না। যদিও কষ্ট করে নিজেই ভুট্টা তুলে বাড়ী নিয়ে আসি তার পরেও বিক্রি করারমত কোন পাইকার বা ক্রেতার পাওয়া যাচ্ছে না।

বর্তমান ভুট্টার বাজার মূল্য- ৭শত টাকা তাই  কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে এবং পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। উল্লেখ্য যে, ডিমলা উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে মরিচ চাষীরা মরিচের দাম না পেয়ে সংসারে অনেক ক্ষতিসাধন হয়েছে বলে জানান। ভুট্টা ও মরিচ চাষীরা বিভিন্ন এনজিও ও ব্যাংক হইতে ঋণ গ্রহন করে এসব কৃষি চাষ করেছে। তারা দুচিন্তায় পড়েছে কিভাবে এই ঋণ পরিশোধ করব।  এ বিষয় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী বলেন ডিমলা উপজেলায় এবার ভুট্টাচাষ হয়েছে ১১৭৬০ হেক্টর তারমধ্যে চরে ২৯৩০ হেক্টর জমির মধ্যে ২২০০ হেক্টর জমিতে ভুট্টচাষ হয়েছে ও মরিচ ৫০০ হেক্টর আবাদ হয়েছে। ভুট্টাচাষীরা বলেন- আমরা ভুট্টাতুলে বিপাকে পড়ে আছি তাই ভুট্টা বাজারজাত করার জন্য উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতা কামনা করছি।

এবিএন/মোঃ বাদশা সেকেন্দার/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ