আজকের শিরোনাম :

নাটোরে আগুনে পুড়ে গেছে দোকান ও ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৪:৪০

নাটোরের বড়াইগ্রামে মৌখাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা দীর্ঘ দেড়ঘন্টা স্থায়ী হয়।

এ সময় পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মৌখাড়া বাজারে সুজন এন্টারপ্রাইজ ও আল মামুন এন্টারপ্রাইজে বিকাল সাড়ে ৪ টার দিকে বিকট শব্দের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় আগুন নেভানো শুরু করে এবং দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহমুখদুম ওয়ার্কসপের পরিচালক জানান, সুজন ও আল মামুন এন্টারপ্রাইজে সাত থেকে আটশত পিচ গ্যাস সিলিন্ডার ছিলো। ডিজেল ও পেট্রল ছিলো কয়েক হাজার লিটার।

এছাড়া ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে ৩ তলা বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে এবং ওই বিল্ডিং এর ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ