হোসেনপুরে নদী ভাঙ্গণ রোধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৩:১৭

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের ভাটিপাড়া এলাকাবাসীর উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙ্গণে বাঁধ নির্মাণ ও খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সাহেবেরচর-ভাটিপাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ।

গত কয়েক বছর ধরে অব্যাহত ভাঙ্গণে  সাহেবেরচর গ্রামে প্রায় তিন শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়।

হোসেনপুর উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর দাবির  প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ৪৯ কোটি টাকার অর্থায়নে ১৭শ মিটার বেরি বাঁধ নির্মাণের কাজ শুরু করে।
 
কিন্তু সাহেবেরচর-ভাটিপাড়া এলাকার ৭শ মিটার বেরিবাঁধ নির্মাণ করা না হলে বাড়ি ঘরসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আব্দুর রহমান বাদল, হুমায়ুন কবির, আবুল বাশার, রসুল মিয়া, স্বপন মিয়া প্রমুখ।

এবিএন/মো. খায়রুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ