আজকের শিরোনাম :

রাণীশংকৈলে ভারতীয় নীল গাই উদ্বার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ যদুয়ার এলাকা থেকে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিরল প্রজাতির ভারতীয়  নীল গাই (গরু) উদ্বার করা হয়।

স্থানীয়রা জানায়, ভারত থেকে পালিয়ে আসা নীল গাইটি যদুয়ার এলাকায় নদীর ধারে এক ঝোপ ঝাড়ে আটকে পড়ে।  সেই নদীতেই দুপুরে মাছ ধরছিলো ঐ গ্রামের পুরানুর ছেলে মকবুল (৩৫) সুলতানের ছেলে আবু জাহেদ(৩৪) তারা নীল গাইটি দেখতে পেয়ে হায়দার বুধু সামশুলের সহযোগিতায় নদী থেকে উদ্বার করে বাসায় নিয়ে আসে।  সেখানে ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এক নজর দেখার জন্য।  

খবর পেয়ে উপজেলা বন বিভাগ কর্মকর্তা শাহাজাহন আলী থানা পুলিশের সহযোগিতায় বিকেলে উদ্বার করে নিয়ে আসে ভারতীয় নীল গাইটিকে।  

এ প্রসঙ্গে বন বিভাগ কর্মকর্তা জানান, এটিকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষন করা হবে।

এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ