আজকের শিরোনাম :

ধুনটে দিনমজুর পরিবারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২

বগুড়ার ধুনটে কয়েকটি দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে।  আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাকান্দি গ্রামের আরিফুল্লাহ্ মন্ডলের ছেলে দিনমজুর মোক্তাল মন্ডল ধুনট মডেল প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী মৌজার ৪৯৭৫নং খতিয়ানের ১৬৮৭৬নং দাগের ৪৮শতক ধানী জমি ও ১৬৮৬৮নং দাগে ১৯ শতক জমিতে ঘরবাড়ী নির্মান করে তিনি এবং তার খালা আর্জিনা খাতুন, চাচাতো বোন সেন্দুরী খাতুন, বেহুলা খাতুন দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে।  

কিন্তু সম্প্রতি তারাকান্দি গ্রামের মৃত সোনাউল্লাহ্ মন্ডলের ছেলে জাবেদ আলী, ছাদেক আলী ও আবু সামা ওই পৈত্রিক দখলীয় জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। এতে বাধা দিতে গেলে তারা লাঠিশোডা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমন করে।

গত কয়েকদিন যাবত প্রভাবশালী প্রতিপক্ষদের হুমকিতে আমরা কয়েকটি দিনমজুর পরিবার মানবেতর জীবন যাপন করছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ