আজকের শিরোনাম :

কটিয়াদীতে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১৮:৪৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও ডাক্তার মোঃ আসাদুজ্জামান (৭৪) মৃত্যু বরণ করেছেন।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা গ্রামে। তিনি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পর ভৈরব আনোয়ারা জেনারেল হাসপাতালের সহকারী মেডিকল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি এলাকায় গরীবের ডাক্তার নামে পরিচিত। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে। তার দুই ছেলে ও এক মেয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

এবিএন/ধ্রুব রঞ্জন দাস/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ