ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জন গ্রেফতার হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ মিলু মিয়া বিশ্বাস জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ২ বিএনপি, শৈলকুপায় থেকে ৫, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৩ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়াও অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয় আরও ৪১ জনকে। তাদের বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।
এবিএন/ যবনিকা/জসিম/নির্ঝর
এই বিভাগের আরো সংবাদ