আজকের শিরোনাম :

পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ১৪টি ঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১১:০৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক পৃথক আগুনে পুড়ে ছাই হয়েছে গবাদি পশু সহ ১৪টি ঘর। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলা সেনগাঁও ইউনিয়নের বেলসুয়া ও উপদইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার রফিকুল ইসলাম চৌধুরী জানান, রাত সোয়া ১২ টার দিকে বেলসুয়া গ্রামে আশানন্দের বাড়ি থেকে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্র পাত হয়। এতে তার ১টি গরু সহ পাঁচটি ঘড়, প্রতিবেশি আষাড়– রায়ের তিনটি ঘড়, মুলেন রায়ের একটিঘড় , রবেন্দ্র নাথের ১টি ও কলেন্দ্র নাথের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে রাত ১ টার দিকে একই ইউনিয়নের ফকিরগঞ্জ উপদইল গ্রামে মহামিলের বাড়িতে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁর তিনটি ঘর ও তিনটি গরু, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ