আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় রাস্তার পাশে পাথরের স্তুপ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১০:১৮

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাস্তার পাশে পাথরের স্তুপ রাখায় নজরুল ইসলাম (৪৬) নামে এক পাথর ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার পাইলট স্কুল ও রাবার বাগান সংলগ্ন রাস্তায় অভিযান পরিরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমান আদারত সূত্রে জানা যায়, নিরাপত্তা জোরদার করার লক্ষে বেশ কিছুদিন ধরে সরকারি ভাবে ঘোষণা দেয়া হচ্ছে যে রাস্তার পাশে কোন বালুর বা পাথরের স্তুপ রাখবেন না। এর পরেও তেঁতুলিয়া পাইলট স্কুল ও রাবার বাগান সংলগ্ন রাস্তার পাশে অবৈধভাবে পাথর স্তুপকারে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাছাড়া হাইওয়েতে সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ব্যবসায়ীদের পাথরের অবৈধ স্তুপ সড়ক থেকে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ