আজকের শিরোনাম :

আশাশুনিতে অস্ত্র ও গুলিসহ যুবদল সভাপতি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৪

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবদল সভাপতি বুলি এবং অপর এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ ০৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্ল্ব কুমার দেবনাথের নেতৃত্বে এসআই মঞ্জুরুল, এ.এস.আই মাহবুব হোসেন ও এ.এস.আই সরজিৎ বিশ^াস গতকাল ০২ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে প্রতাপনগরে অভিযান পরিচালনা করেন। এছাড়া কুড়িকাহুনিয়া গ্রামের মৃত আ. খালেক মোড়লের পুত্র রফিকুল ইসলাম ওরফে বুলি মেম্বারকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে দেশীয় লোহার তৈরি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে ২(৯)১৮নং মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১৫(১০)১৭, ১৯(৮)১৮ ও জিআর ১৮৯/১৭ নং মামলা রয়েছে।

অপরদিকে এএসআই হাসানুজ্জামান পৃথক অভিযানে এসসি ৭৩/১৬ মামলার ওয়ারেন্টের আসামী শ্রীউলা গ্রামের মৃত ফজলু সরদারের পুত্র মোক্তার মাসুম আবেদীন ওরফে মন্টুকে গ্রেফতার করেন।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ