আজকের শিরোনাম :

ধর্মপাশায় নিরাপদ সড়ক বিষয়ক মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

সুনামগঞ্জের ধর্মপাশায় ভিশন-২০২১ ও এসডিজি-২০৩০ এবং নিরাপদ সড়ক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ ০৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার রুহুল আমীন তালুকদার।

আরো বক্তব্য রাখেন উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুল ইসলাম খান শাওন, উপজেলা প্রকৌশলী শাহ্ আব্দুল ওয়াদুধ, প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু, ইউপি চেয়ারম্যান নূর হোসেন, প্রবীর বিজয় তালুকদার, সঞ্জয় রায় চৌধুরী, ফেরদৌসুর রহমান, সেলিম আহম্মেদ, ফরহাদ আহম্মেদ প্রমূখ।

এসময় উপজেলার ১০টি ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এবিএন/ইমাম হোসেন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ