আজকের শিরোনাম :

কয়রায় আন্তর্জাতিক সিডও দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১

ইউএসএআডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহায়তায় নবযাত্রা প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক সিডও (নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ সনদ) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৩রা সেপ্টেম্বর সকাল ১০টায় কয়রা সরকারি মহিলা কলেজ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড. শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য দেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আলবার্ট প্রসাদ বসু। আরো বক্তব্য রাখেন সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর শেখ শহিদুল আহসান, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার আরিফুর রহমান, সুশীলনের টেকনিক্যাল অফিসার ছফুরা খাতুন, অর্গানাইজার শরিফুর রহমান, নির্মল কুমার, রিয়াজ প্রমুখ।

সভায় নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানোর আহবান জানিয়ে বক্তারা তাদের মুল্যবান মতামত তুলে ধরেন। র‌্যালী ও আলোচনা সভায় কলেজের বিপুল সংখ্যক ছাত্রীরা অংশগ্রহন করেন।


এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ