আজকের শিরোনাম :

সুনামগঞ্জের টেকেরঘাট থেকে ভারতীয় মদ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৮

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে  ৯৬ বোতল  ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্যে এক লাখ ৪৪ হাজার টাকা।

আাজ সোমবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপি’র  সুবেদার মো. আনিসুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের এলসি পয়েন্ট নামক স্থানে অভিযান চালিয়ে ঐ সমস্ত অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে নিয়ে আসে। 

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে । সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।


এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ