আজকের শিরোনাম :

ধুনটে ছবি তোলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

বগুড়ার ধুনটে মোবাইলে ছবি তোলা নিয়ে পূর্ববিরোধের জের ধরে ঈমান হাসান রবিন (১৬) নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে আহত করেছে সহপাঠিরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ধুনট সদর মন্দিরের সামনে এঘটনা ঘটে। আহত রবিন মাঠপাড়া গ্রামের মাহিনুর ইসলামের ছেলে ও ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র।

জানাগেছে, ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র ঈমান হাসান রবিনের সাথে মোবাইলে ছবি তোলা নিয়ে সহপাঠি রাকিবুল ইসলাম, সামিউল হাসান ও রাসেল মিয়ার পূর্ব বিরোধ চলে আসছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ঈমান হাসান রবিন প্রাইভেট শেষে বাসায় ফিরছিল। এসময় ধুনট সদর মন্দিরের সামলে পৌছালে সহপাঠি রাকিবুল ইসলাম, সামিউল হাসান ও রাসেল মিয়া অতর্কিতভাবে লাঠি শোডা নিয়ে হামলা চালিয়ে ঈমান হাসান রবিনকে বেদম মারপিট করতে থাকে।

একপর্যায়ে রাকিবুল হাসান ধারালো ছুরি দিয়ে ঈমান হাসান রবিনের বাম হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।     
   
এঘটনায় আহত ওই ছাত্রের পিতা মাহিনুর ইসলাম বাদী হয়ে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম, সামিউল হাসান ও রাসেল মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো: এরফান বলেন, এবিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ