আজকের শিরোনাম :

টাঙ্গাইলে বাসে গণধর্ষণ: সুপারভাইজার গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২১

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে চলন্ত বাসে প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ঘটনায় বাসের সুপারভাইজার এরশাদ ওরফে বিশু (৪০) কে গ্রেপ্তার করেছে সেতু পূর্ব থানা পুলিশ।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলার বেনুকুশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের লাল চাঁনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার বেনুকুশিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ঘটনার অন্যতম হোতা বাসের সুপারভাইজার এরশাদ ওরফে বিশু (৪০) কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোমবার দুপুরে পুলিশ এরশাদকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ঘটনার দিন সন্ধ্যায় আটক বাসের হেলপার নাজমুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এসময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান তার জবািনবন্দি লিপিবদ্ধ শেষে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে চালক আলম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

উল্ল্যেখ্য বৃহস্পতিবার রাত ১০টার পর ওই নারী টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে বঙ্গবন্ধু সেতু গামী বাসটিতে উঠেন। পথিমধ্যে বিভিন্ন স্থানে অন্য সব যাত্রীরা নেমে যায়। সেতুর পূর্ব প্রান্তের বাস স্ট্যান্ডে পৌঁছার পর ওই নারীকে একা পেয়ে চালক আলম খন্দকার ধর্ষণ করেন। এসময় নাজমুল বাসের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দেন। এসময় মেয়েটির চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ বাসটির পিছু নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িসহ হেলপারকে আটক করতে পারলেও বাকি সবাই পালিয়ে যায়।

এবিএন/কামাল হোসেন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ