আজকের শিরোনাম :

সদরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৪:৩৫

ফরিদপুরের সদরপুর উপজেলার ৮টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে আজ বুধবার সকাল ১০টায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাট অধিদপ্তর সদরপুর অঞ্চলের কর্মকর্তা মো. মতিয়ার রহমানের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, মো. বিল্লাল হোসেন ফকির, মো. ছমির বেপারী, মো. নাসির উদ্দিন সরদার, শেখ মো. আক্কাছ আলী, মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলাম, মো. আইয়ুব আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে উপজেলার ৮টি ইউনিয়নে ২৫’শত কৃষককে সরকারি এ প্রণোদনা দেওয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জানান, সঠিক সময়ে পাটবীজ ও সার পাওয়ার ফলে চাষাবাদে ব্যাপক লাভ হবে।

এবিএন/মো. সাব্বির হাসান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ