আজকের শিরোনাম :

গফরগাঁওয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে লিফলেট বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮

ময়মনসিংহের গফরগাঁওয়ের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ ০৩ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মফিজুল হক।

আরো বক্তব্য রাখেন রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ, নূরুজ্জামান, দিদার আলম, আপেল প্রমুখ।

পরে উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ