আজকের শিরোনাম :

পাইকগাছায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৭

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে খুলনার পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, পূজা পরিষদের জেলা নেতা এ্যাডভোকেট চিত্ত রঞ্জন সরকার, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও দীপক কুমার মন্ডল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পরিষদ নেতা যুগোল কিশোর দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান ও কবিতা দাশ।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পুজা পরিষদের জেলা সহ-সভাপতি চম্পক কুমার পাল।  পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণ কৃষ্ণ দাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, দেবব্রত রায় দেবু, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ, বাবুরাম মন্ডল, জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার।  অনুষ্ঠানে গীতা পাঠ করেন স্বপন চক্রবর্তী ও শিক্ষার্থী মৌমিতা শীল।  আলোচনা সভা শেষে মঙ্গল শোভা যাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ