আত্রাইয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩০

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত হয়েছে।  দিবসটি  উদযাপন উপলক্ষে শ্রী কৃষ্ণের পুজা, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ রবিবার বেলা ১২ ঘটিকায় প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন।  পরে তার নেতৃত্বে বুড়িমাতলা (কলেজপাড়া) হতে পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বর্ণিল সাজে সুসজ্জিত হয়ে বর্ণাঢ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে বুড়িমাতলা (কলেজপাড়া) মন্দিরের সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম।
 
উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক তপন কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু,ওসি মোবারক হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ইউপি চেয়ারম্যান আফছার প্রামানিক,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মধুসুদন প্রামানিক,সাধারন সম্পাদক বরুন কুমার সরকার,প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক,সত্যেন চক্রবর্ত্তী, অসিম রায়, শ্যামল কুমার মন্ডল, প্রশান্ত কুমার সরকার, পরিমল কুমার প্রাং, রামকৃষ্ণ পাল, অরুন কুমার পাল,লক্ষন কুমার পাল প্রমুখ।
অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত বৃন্দের আগমনে গম গম করে মন্দির ও কলেজ প্রাঙ্গন।

এবিএন/রুহুল আমিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ