চিলমারীতে জন্মাষ্টমী উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

কুড়িগ্রামের চিলমারীতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।  আজ রবিবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীদের সমন্বয়ে সবুজপাড়া ঠাকুরবাড়ী সার্বজনীন মন্দিরের সামন থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রনপাগলী সার্বজনীন মন্দিরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  সেখানে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ দিনেশ চন্দ্র বর্মন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চিলমারী শাখার সভাপতি ডাঃ শ্রী সলিল কুমার বর্মন, সাধারন সম্পাদক রবীন্দ্র নাথ দাস, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কর্ণধর বর্মা, সাধারন সম্পাদক নিপেন্দ্র নাথ অধিকারী,শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ। আলোচনাসভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও রাতব্যাপী শ্রী শ্রী কৃষ্ণের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ