আজকের শিরোনাম :

নন্দীগ্রামে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।  আজ রবিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, গীতাপাঠ ও শ্রীকৃষ্ণ পুজা অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষ্যে বেলা ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গেট থেকে একটি শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এতে স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ কুমার সরকার, নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অদ্বৈত কুমার আকাশসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ