আজকের শিরোনাম :

বিরলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১১

দিনাজপুরের বিরলে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি’র আয়োজনে, আজ রবিবার (০২ সেপ্টেম্বর) ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়।  শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরের মুক্ত মঞ্চে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক সুরজিৎ কুমার বাবুল এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখবেন বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পুজা উদযাপনের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়।  ধর্মীয় বিষয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর রাম কৃষ্ণ মিশনের স্বামী নামা মৃত্যানন্দ ও বীরগঞ্জ কাব্য তির্থের শ্রী পলাশ ঠাকুর (বি.এ)।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম রওশন কবীর। এসময় উপস্থিত ছিলেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু যোগেন্দ্র নাথ রায়, বিরল পৌর সভার প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায় (চন্ডি), ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি বাবু অমুল্য কুমার রায়, পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক সুকিল চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে দুপুর ১টায় উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।  এর পরে প্রধান অতিথি বিকাল সাড়ে ৩ টায় বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এবিএন/সুবল রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ