আজকের শিরোনাম :

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাঙালী: মোশাররফ হোসেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বিধায় আজ সবধর্মের মানুষ একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারছে। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাঙালী ও বাংলাদেশী। আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।

মন্ত্রী আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে শহরের শ্রীঅঙ্গনে পূর্জা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, পূর্জা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শুকেশ চন্দ্র সাহা প্রমুখ ।

আলোচনা সভা সভা শেষে বণার্ঢ্য একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।

এবিএন/কে এম রুবেল/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ