আজকের শিরোনাম :

দিনাজপুরের বোচাগঞ্জে শুভ জন্মাষ্টমী উদ্যাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০০

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারনা করলেই ঐক্যবদ্ধভাবে ধর্মীয় উৎসব পালন করা সম্ভব। বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ এই দেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় আচার আচরন পালন করে থাকেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসুদেব মন্দিরে ৩৮ তম শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায়  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফখরুল হাসান, উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, সাধারন সম্পাদক প্রভাষক স্বাধীন চন্দ্র রায় প্রমুখ।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাসুদেব মন্দির হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। 

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ