আজকের শিরোনাম :

ডোমারে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৭:২১

মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিরন সরকারকে(৩৫) গ্রেফতার করেছে নীলফামারীর ডোমারের চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। আজিরন সরকার উপজেলার নিজ ভোগডাবুড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

আজ শনিবার(২০ মার্চ) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে  চিলাহাটি তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম ও এএসআই বিকাশ চন্দ্র অভিযান চালিয়ে আজিরনের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানাযায়, ডোমার থানা জিআর ২৮৫/১৭ মামলায় ৬ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত আজিরন দির্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ