আজকের শিরোনাম :

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে

ভুরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে স্থাপিত সততা স্টোরের বর্ষপূতি উপলক্ষে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষপূতি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন দুপ্রক সাধারন সম্পাদক হাফিজুর রহমান মন্ডল। 

ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুপ্রক সহ-সভাপতি আসাদুজ্জামান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, 

প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভুরুঙ্গামারী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাচ্ছেল হোসেন শিকদার, সততা সংঘের সহ-সভাপতি ১০ম শ্রেনির শিক্ষার্থী হেদায়াতুন নাহার, সদস্য ৭ম শ্রেনির শিক্ষার্থী আনিকা নুজাব অংকিতা । এর আগে কেক কেটে সততা স্টোরের বর্ষপুতি অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। 

উল্লেখ্য ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১২ আগষ্ট ২০১৭ সালে সততা স্টোরের যাত্রা শুরু হয়। দোকান আছে দোকানদার নাই- সততার মাধ্যমে পণ্য বিক্রয় করে স্টোরটি ৫ হাজার টাকা মুনাফা লাভ করে। এ কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়টি জেলায় প্রসংশাও অর্জন করেছে।

 

এবিএন/এ এস খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ