আজকের শিরোনাম :

সদরপুরে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৩:১৮

ফরিদপুরের সদরপুর উপজেলায় দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প অর্পণ করা হয়।

পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে একশ এক পাউন্ডের কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর।

আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড সজল চন্দ্র শীল, ভারপ্রাপ্ত ওসি আবুল খায়ের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সাল, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, শেখ মো. আক্কাছ আলী, মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরে প্রধানগন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবিএন/মো. সাব্বির হাসান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ