আজকের শিরোনাম :

গাইবান্ধায় ভেড়ামারা ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৯:২১

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন একটি ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলা-ইউনিয়ন ও গ্রাম সড়ক অনুর্দ্ধ ১০০ মিটার সেতুন নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদীতে এ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সবজায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নপূরণে সোনার দেশ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

এসময় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউর আলম, সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন আ’লীগ সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, মাসুম হক্কানী, পল্লী চিকিৎসক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা।

এরআগে হুইপ গিনি গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পৌরসভার পার্লসের মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কের উজির ধরনীবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ