আজকের শিরোনাম :

প্রশাসনের জরুরী সভা ও ফার্মেসী মালিকদের মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩

গত ২ দিনে দুটি মতবিনিময় সভা পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে। যা জনগনের কল্যানে। পূর্বে দিনের শহরে যানজট নিরসন।

আজ ০১ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার রেহানুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় অংশ নেয় পার্বতীপুর শহরের ঔষুধ ফার্মেসীর মালিকরা ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ফার্মেসীর মালিকদের উদ্দেশে বক্তারা বলেন, সম্প্রতিকালে সরকার মাদক বিরোধী অভিযান শুরু করায় মাদক সেবীরা ইয়াবা, ফেন্সিডিল না পেয়ে তারা অন্য পথ বেছে নেয়া। দেশীয় ঔষুধ কোম্পানীগুলোর শিশুদের কাশের সিরাপ ব্যবহার করছে। যেমন সিনামিন-১০০ মিলি, মূল্য ১১ টাকা ৭৮ পয়সা। এই দিকেই ঝুঁকে পড়েছে মাদক সেবনকারীরা।

ফার্মেসীর মালিকরা সভায় বলেন আমরা কোনো ব্যক্তিকে ডাক্তারের চিকিৎসাপত্র ছাড়া না দেওয়ার অঙ্গিকার করেন।

সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীল ীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ