আজকের শিরোনাম :

সাংবাদিক সুবর্ণা আক্তারের হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে জড়িত খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার তিতাস প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

আজ ০১ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন তিতাস প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 পরে প্রেসক্লাব কার্যালয়ে কøাবের সভাপতি ও দৈনিক সমকালের তিতাস সংবাদদাতা মো. কবির হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, মো. হানিফ খান (নয়া দিগন্ত), নাজমুল করিম ফারুক (ইত্তেফাক), মো. আসলাম (ইনকিলাব), এমএ কাশেম ভূঁইয়া (বিজয় টিভি-সংবাদ), মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর (খবর), মো. মহসিন (ভোরের ডাক)।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জাকির হোসেন হাজারী (ভোরের কাগজ), মো. শরীফ আহমেদ সুমন (আমাদের সময়), এসএ ডিউক ভূঁইয়া (বাংলাদেশের খবর),  মো. সজিব হোসেন (ডেসটিনি), মো. জুয়েল রানা (দিনপ্রতিদিন), মো. তাইজুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), মো. তোফাজ্জল হোসেন শাকিল (যায়যায় দিন), মো. রকিবুল ইসলাম রিপন (ভোরের পাতা), বিল্লাল হোসেন মোল্লা (সুচনা ডট টিভি), মো. নজরুল ইসলাম (জাতীয় অর্থনীতি), মো. তৌফিকুল ইসলাম (বাংলাদেশের খবর) ও এখলাছ মুন্সি (ফ্রী ল্যান্স) প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিজ বাসার সামনে পাবনা জেলার আনন্দ টিভি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সকল আসামীসহ দেশের সাংবাদিক নির্যাতন-নীপিড়ন, খুন, ঘুম এর প্রতিবাদে উক্ত মানববন্ধনও প্রতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকবৃন্দ তাদের কর্মস্থলে লেখার স্বাধীনতা ও জীবনের নিরাপত্তারও দাবি জানান।

এবিএন/কবির হোসেন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ