আজকের শিরোনাম :

ঝিনাইদহে জামায়াতের আমির গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৪

নাশকতার পরিকল্পনা করার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কোটচাঁদপুরের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় ৭টি বোমা, হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল ৩১ আগস্ট (শুক্রবার) দিবাগত রাতে শহরের নিজ বাড়ি বেনেপাড়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীরা কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা সড়কের  পাশে বেনেপাড়া নামক স্থানে বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিল। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়।

এসময় অন্যান্য জামায়াত নেতাকর্মীরা পালিয়ে গেলেও মাওলানা তাজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়।  পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি বোমা, বেশকয়েকটি হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করেছে।

তিনি আরো জানান, মাওলানা তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ