আজকের শিরোনাম :

বিজয়নগরে গ্রেপ্তারের পর প্রতিপক্ষের বাড়িতে হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১

ব্রা‏হ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাশিমপুর গ্রামে পুলিশের হাতে আসামি গ্রেপ্তার হওয়ার পর প্রতিপক্ষের বাড়িতে আসামিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিমপুর গ্রামে মো. অলিউর রহমান গংদের সাথে একই গ্রামের  মো. আহাদ মিয়া(৩৬) গংদের দীর্ঘদিন ধরে  কাশিমপুর মৌজাস্থিত ৭২ নং দাগের ২৫ শতক বাশঁঝাড় ভূমি নিয়ে বিরোধ চলে আসছে।

গত ১৫/০৮/২০১৮ খ্রি. তারিখে অলিউর রহমানের পৈত্তিক সম্পত্তি বাশঁঝাড় আহাদ মিয়া গংরা জোড়পূর্বক দখল এবং বাশ কাটিয়া আনার চেষ্ঠার করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে অলিউর রহমানের ছেলে  মো. শরিফ মিয়া বাদী হয়ে গত ২৬/০৮/২০১৮খ্রি. তারিখে আহাদ মিয়া গংদের বিরুদ্ধে বিজয়নগর থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৭ ,তাং ২৬/০৮/২০১৮ ইং ,ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড।

এই মামলার প্রথম আসামি আহাদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। আহাদ মিয়া গ্রেপ্তার হওয়ার পর তার গংরা আরো ক্ষিপ্ত  হয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদী পক্ষ মো. অলিউর রহমানের বাড়িঘরে হামলা চালায়। এতে করে বাড়ির মালামাল লুটপাটসহ বাদী পক্ষের লোকজনের উপর আক্রমণ চালায়।

এতে করে বাদীপক্ষের জানমালের ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারেও গত ২৭/০৮/২০১৮খ্রি. তারিখে আরেকটি এজহার  মো. অলিউর রহমান বাদী হয়ে বিজয়নগর থানায় দায়ের করেন।

মো. শরীফ মিয়া জানান, আমরা বাদীপক্ষ বর্তমানে আসামিদের ভয়ে খুবই আতংকে আছি। আসামিরা খারাপ প্রকৃতির লোক। তারা যে কোনো সময় আমাদের উপর আবারও আক্রমণ করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এবিএন/জহিরুল আলম চৌধুরী টিপু/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ