আজকের শিরোনাম :

গোদাগাড়ীর ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে কর্মচারীর কাছে টাকা দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ২১:৩৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নাম্বার ব্যবহার করে উপজেলা পরিষদের  কর্মচারীর কাছে টাকা দাবি করা হয়েছে। ফোন নাম্বার ক্লোন করে দুষ্কৃতকারীরা টাকা দাবি করছে বলে সতর্কবার্তা দিয়েছেন খোদ ইউএনও নিজে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতার আজ শুক্রবার (৩১২ আগস্ট) দুপুর দেড়টায় ইউএনও গোদাগাড়ী নামের উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা দিয়েছেন। সেখানে তিনি বলা হয়েছে, ‘উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী এর অফিসিয়িাল মোবাইল নম্বরটি (01761491221) ক্লোন করা হয়েছে। এই নম্বর থেকে ফোন দিয়ে অর্থ চাওয়া হচ্ছে। প্রতারণামূলক ফোন পেয়ে কেউ প্রতারিত হবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার বলেন, এই উপজেলার অফিস সহায়ক এমদাদুল হক প্রথমে আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন, তার কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে টাকা চাওয়া হয়েছে, তাই সবাইকে সর্তক করার জন্য ফেসবুকে আমি সতর্ককরণ বার্তা দিয়েছি। পরে প্রয়োজনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ