আজকের শিরোনাম :

গফরগাঁওয়ে চোর অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ২০:৪২

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিয়াদ (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চোরের অপবাদ দিয়ে র্নিমমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মোদী দোকানী ও তার সহযোগিদের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে নিহত রিয়াদের ফুফা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৯জনের নাম উল্লেখসহ অঞ্জাত আরও ৭/৮জনকে আসামী করে গফরগাঁও থানায় এ হত্যা মামলা দারে করেন।

উল্লেখ্য, উপজেলার ঘাগড়া টাওয়ারের মোড়ে গত বৃহস্পতিবার ভোর মোদী দোকানি আশরাফুলের দোকানে চুরির উদ্দ্যেশে তালা ভাঙ্গার চেষ্টা করে। এমন অভিযোগে  উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহিনের ছেলে ও ঘগড়া উথুরী ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিয়াদকে (১৫) আটক করে দোকান মালিক ও তার সহযোগিরা।

পরে দোকান মালিক আশরাফ, কামরুল, রাশিদসহ তাদের সহযোগীরা দোকানের সামনের একটি কাঠাল গাছে হাত-পা বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই কিশোর রিয়াদের মৃত্যু হয় ।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিশোর রিয়াদ হত্যায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ