আজকের শিরোনাম :

গলাচিপা চিকনিকান্দী উপ-নির্বাচনে নৌকা মার্কার ঐতিহাসিক বিজয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ২১:০১

পটুয়াখালী, ১৫ মে, এবিনিউজ : পটুয়াখালী গলাচিপা উপজেলার চিকনিকান্দী উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার ঐতিহাসিক বিজয় বলে স্থানীয় জনসাধারণের মতামত প্রকাশ করে আনন্দ মিছিল করে প্রার্থী  বেছে নেয় ইউনিয়নের জণসাধারণ।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ৯ টি ভোট কেন্দ্রে ১২ হাজার ৪শত ৯৮ টি। যার মধ্যে মোট পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ১শত ৪৯টি এবং মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ৩ শত ৪৯টি।

উক্ত উপ- নির্বাচনে প্রায় ৯০% ভোটারদের উপসস্থিতে বিপুল ভোটে বেসরকারি ঘোষনা অনুযায়ী  নৌকা মার্কার প্রার্থী মো. সাজ্জাদ হোসেন রিয়াদ বিজয়ী হন।

উপ- নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী  চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোট ৫ জনের মধ্যে ডা. মহসীন স্বতন্ত্র ঘোড়া ,  মো. শিপলু খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ধানের শীষ,  সরদার আবদুর রহমান নয়ামিয়া স্বতন্ত্র আনারস ও মো. জাকির হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা  মার্কা উপ- নির্বাচনে প্রতিদন্দীতা করেছিলেন।

উপজেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গির হোসেন প্রতিবেদককে জানান, কোন অপ্রতিকর ঘটনা ছারাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মুঠোফোনে প্রতিবেদককে জানান।

 এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্মল

এই বিভাগের আরো সংবাদ