আজকের শিরোনাম :

উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৮:১৩

কুড়িগ্রামের উলিপুরে নদী বিছিন্ন দুর্গম চরে একটি মিনি গোরুর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি গাভী, ১৬টি ভেড়া ও ২টি ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে ৪টি গোরু ও ৬টি ভেড়া জীবন্ত পুড়ে মারা গেছে। বাকী গুলোর অবস্থা আশংকা জনক। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোর রাতে ব্রম্মপুত্র নদ বিছিন্ন চর বাঘুয়া হকের চরে গ্রামে।  

জানা গেছে, উপজেলার সাহেবের আলগা হকের চর গ্রামের কৃষক আবুল কাশেম প্রতিদিনের মত তার মিনি খামারে ১৮টি গোরু, ১৭ টি ভেড়া রেখে মশা তাড়ানোর জন্য কয়েল জ¦ালিয়ে দেন। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে কয়েলের আগুন লেগে মহুর্তের মধ্যে তার মিনি খামারে  ছড়িয়ে পড়ে। ফলে ৪টি গোরু, ৬টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায় এবং ১৪টি গোরু ও ১৩টি ভেড়া অগ্নিদগ্ধ হয়। সেই সাথে ২টি শয়ন ঘর, ১৫০ ওয়ার্ডের সোলার সহ ১৫ লাখ টাকার  মালামাল পুড়ে যায়। অগ্নিদগ্ধ গোরু ও ভেড়া গুলোর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ আব্দুল আজিজ প্রধান।
 
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ঘটনাস্থল পরিদর্শ করে ক্ষতি পুরনের আশ্বাস প্রদান করেন।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ